উদ্দ্যোক্তা জীবন সমস্যায় ভরপুর। একজন উদ্দ্যোক্তাকে অনেক কিছু সামলাতে হয়, এই অনেককিছুর সবটাই একজন উদ্দ্যোক্তা কখনোই নিজে একা একা করেন না বা করতে পারেন না, কিছু কিছু কাজে অন্যের উপর নির্ভর করেন। বাংলানীড; যার মূল লক্ষ্য হচ্ছে Solutions for Entrepreneurs অর্থাৎ উদ্যোক্তাদের জন্য সমাধান। আমরা মূলত একজন উদ্দ্যোক্তার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করি।
আমরা উদ্দ্যোক্তাদের জন্য প্রোডাক্ট প্যাকেজিং ও মোনো কালার লেবেল প্রিন্ট (D.T. Label) নিয়ে কাজ করছি। উদ্দ্যোক্তা জীবনের শুরুটা শুরু করার জন্য আমরা ফ্রি কনসালটেন্সি সহ উদ্দ্যোক্তাদের অল্প পরিমানে প্রোডাক্ট/সার্ভিস দিয়েও সহযোগীতা করছি। সেই সাথে কন্টেন্ট রেকর্ড ও ফটোগ্রাফীর জন্য আধুনিক সুবিধা সহ রয়েছে “Content Studio” যা অল্প খরচে যে কেউ ব্যবহার করতে পারে। এছাড়াও আমরা খুব শীগ্রই আরো বেশ কিছু নতুন সেবা নিয়ে হাজির হচ্ছি যা উদ্দ্যোক্তা জীবনকে করে তুলবে আরো সহজ।