BoxTox

আপনি একজন উদ্দ্যোক্তা
আমরা আছি আপনার সহযোগীতায়

❓ অনলাইনে প্রোডাক্ট সেল করছেন?
❓ প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে সমস্যায় আছেন?
❓ মার্কেট টেষ্টের জন্য কম পরিমান প্যাকেট লাগবে?
❓ কি রকম প্যাকেট লাগবে তা বুঝতে সমস্যা হচ্ছে?
❓ থার্ড পার্টি ডেলিভারীতে প্যাকেট নষ্ট হয়ে যাচ্ছে?
❓ প্যাকেটের পরিমান কম হওয়ায় কোন ফ্যাক্টরী অর্ডার নিচ্ছে না?
❓ প্রোডাক্ট অনুযায়ী প্যাকেট খুজে পাচ্ছেন না?
❓ রেডি প্যাকেট ব্যবহার করার জন্য ব্র্যান্ডিং করতে পারছেন না?
❓ বাজেটের সাথে মিল রেখে প্যাকেট খুজে পাচ্ছেন না?

এক থেকে এক কোটি- পরিমান যাই হোক না কেন; আমরা আছি আপনার সমস্যা সমাধানের জন্য।

আপনি যদি উদ্দ্যোক্তা হয়ে থাকেন এবং প্রোডাক্ট প্যাকাজিং নিয়ে সমস্যায় থাকেন তাহলে এই ভিডিও টি আপনাকে সাহায্য করতে পারে। এখানে আমরা প্যাকেজিং এর খূটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনার উদ্দ্যোক্তা জার্নিকে সহজ করতে আমরা আছি আপনার পাশে।

প্যাকেজিং সমস্য সমাধানের জন্য শুধুমাত্র একটি ফোনকল

০১৭০৪৮০০৩১০

বাকিটা করে দিবে

Packaging_Planning-350x350

প্যাকেজিং পরিকল্পনা ও করণীয়

নিচের বিষয়গুলো নিয়ে ভালোভাবে চিন্তা করার মাধ্যমে প্যাকেজিং পরিকল্পনা শুরু করতে হবেঃ

  • প্যাকেটের মাপ
  • প্যাকেটের ধরন
  • প্রোডাক্টের ধরন
  • প্রোডাক্টের ওজন
  • ডেলিভারীর মাধ্যম
  • লোগো প্রিন্ট
  • পরিমান
  • বাজেট
প্যাকেটের মাপ

প্যাকেটের মাপ হলো দৈর্ঘ্য, প্রস্থ্য ও উচ্চতা; এই তিনটি মাপের সমন্বয়। এই মাপ গুলো ইঞ্চিতে হলে ভালো হয়। দৈর্ঘ্য হচ্ছে ডান থেকে বামের মাপ, প্রস্থ্য হচ্ছে সামনে থেকে পেছনের মাপ ও উচ্চতা হচ্ছে উপর থেকে নীচের মাপ। বুঝতে সমস্যা হলে আপনার প্রোডাক্টটি মেপে তার সাথে আধা ইঞ্চি করে যোগ করলেই প্যাকেটের মাপ পেয়ে যাবেন।

 

জার/বোতল কিভাবে মাপতে হয়?

প্যাকেটের ধরন

বিভিন্ন রকমের প্যাকেট হয়। যেমন: মুভার বক্স, ট্রে বক্স, মেইলার বক্স, ক্লোজার বক্স ইত্যাদি। আপনাকে আপনার প্রোডাক্ট অনুযায়ী প্যাকেটের ধরন বাছাই করতে হবে। বড় / ভাড়ী /সংবেদনশীল অথবা ভঙ্গুর প্রোডক্টের জন্য মুভার বক্স ভালো। শাড়ী/পান্জাবী/থ্রি-পিস অথবা শার্টের জন্য ব্যবহার করতে পারেন ট্রে বক্স। সৌখিন অথবা গিফট আয়টেমের জন্য মেইলার বক্স নির্বাচন করতে পারেন। শো-পিসের জন্য ক্লোজার বক্স হতে পারে ভালো সল্যূশন।

প্রোডাক্টের ধরন

প্রোডাক্টর ধরন, আকার ও আয়তনের উপর নির্ভর করে প্যকেট কেমন হবে, কি ধরনের বা কি রং এর কাগজ ব্যবহার হবে, প্যাকেট আটকানোর ব্যবস্থা কেমন হবে ইত্যাদি ইত্যাদি। এক কেজি মুড়ির জন্য যেমন কাগজ ব্যবহার হবে; এক কেজি ঘিয়ের জন্য তেমন কাগজ ব্যবহার করা সম্ভব নয়। বিভিন্ন রকম প্রোডাক্ট হতে পারে, যেমন: বই, কাপড়, খেলনা, শো-পিস, খাদ্য দ্রব্য ইত্যাদি। সুতরাং প্যাকেজিং পরিকল্পনার সাথে সাথে এটাও জরুরী যে প্রোডাক্টের ধরন, আকার ও আয়তন কি হবে তা মাথায় রাখা।

প্রোডাক্টের ওজন

প্রোডাক্টের ওজনের উপর নির্ভর করে নির্বাচন করতে হয় প্যাকেটের কাগজের ধরন ও পূরত্ব। কম ওজনের প্রোডাক্টের জন্য যে পূরত্বের কাগজ নির্বাচন করা হয় বেশী প্রোডাক্টের জন্য তার থেকে বেশী পূরত্বের কাগজ নির্বাচন করা হয়।

ডেলিভারীর মাধ্যম

যদি নিজস্ব ব্যবস্থায় ডেলিভারী হয় তরে সাধারন প্যাকেট’ই ভালো। থার্ড পার্টি ডেলিভারীতে একটু শক্ত ও মজবুত প্যাকের ব্যবহার করা উত্তম; কারণ থার্ড পার্টি ডেলিভারী কখনোই আপনার মত আপনার প্রোডাক্ট পরিচালনা করবে না।

লোগো প্রিন্ট

দুরকম লোগো প্রিন্ট হয়; (১) অফসেট প্রেসে রঙ্গীন প্রিন্ট ও (২) এক রঙের স্ক্রীন প্রিন্ট। বেশী পরিমানে হলে (নূন্যতম ৫০০/১০০০) অফসেট প্রেসে রঙ্গীন প্রিন্ট সাশ্রয়ী হবে। কম পরিমানে হলে এক রঙের স্ক্রীন প্রিন্ট সাশ্রয়ী হবে। আপনি চাইলে লোগো স্টিকারে প্রিন্ট করেও প্যাকেটের গয়ে লাগানো যেতে পারে।

পরিমান

প্রতিটি উৎপাদনের এটা নূন্যতম খরচ আছে। বেশী পরিমানে উৎপাদন হলে খরচ অনেক কমে যায়। পক্ষান্তরে কম উৎপাদন হলে খরচ অনেকাংশে বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কম পরিমানে উৎপাদনে লোগো প্রিন্ট করাটাই অসম্ভব হয়ে উঠে।

বাজেট

প্যাকেজিং এর বাজেট অনেক বড় একটা বিষয়। বাজেট ভালো থাকলে ভালো একটা প্যাকেট আশা করা যায়। পক্ষান্তরে কম বাজেটে ভালো একটা প্যাকেট আশা খুব’ই কঠিন হয়ে যায়।

প্যাকেট পরিচিতি

আমরা সবসময় নতুন মিল কগজ ব্যবহার করি। রিসাইকেল কাগজের ব্যবহার না করে নতুন কাগজ ব্যবহারে প্যাকেজিং মজবুত হয় এবং কুরিয়ারে প্রোডাক্ট নষ্ট হবার ঝুকি কম থাকে। বাজারে অনেক রকম প্যাকেট পাওয়া যায়। তবে কুরিয়ারে পন্য ডেলিভারীর কথা মাথায় রেখে উদ্দ্যোক্তাদের জন্য আমরা সাধারনত নিচের কাজগুলোই বেশী করিঃ

  • মুভার বক্স
  • ট্রে বক্স
  • মেইলার বক্স
  • ক্লোজার বক্স
মুভার বক্স

ইনিশিয়াল কোন খরচ নেই, যেকোন পরিমানে করা যায়, খুব অল্প সময়ে তৈরী করা যায়।

ট্রে বক্স

ইনিশিয়াল কোন খরচ নেই, যেকোন পরিমানে করা যায়, খুব অল্প সময়ে তৈরী করা যায়।

মেইলার বক্স

শুরুতে ডাইজ তৈরীর খরচ আছে, যদি রেডিমেড ডাইজের সাথে মাপ মিলে যায় সেক্ষেত্রে ডাইজ তৈরীর খরচ লাগবে না, কম পরিমানে করলে খরচ অনেক বেড়ে যায়।

ক্লোজার বক্স

শুরুতে ডাইজ তৈরীর খরচ আছে, যদি রেডিমেড ডাইজের সাথে মাপ মিলে যায় সেক্ষেত্রে ডাইজ তৈরীর খরচ লাগবে না, কম পরিমানে করলে খরচ অনেক বেড়ে যায়।

কাগজের ধরন

থ্রি প্লাই করগেটেড শীট
ফাইভ প্লাই করগেটেড শীট
সেভেন প্লাই করগেটেড শীট
সুইডিস পেপার

কাগজের রং

হোয়াইট পেপার
ব্রাউন পেপার
কালার পেপার
প্রিন্টেড পেপার