ক্লোজার বক্স
পন্য ডেলিভারীর জন্য যে কয়টি পয়েন্ট গুরুত্ব সহকারে দেখতে হয়, তার মাঝে প্যাকেজিং এর ভুমিকা অন্যতম।
সঠিক প্যাকেজিং ক্লায়েন্টকে আপনার উপর একটা পজিটিভ ইমপ্রেশন তৈরী করতে সাহায্য করবে। ট্রান্সপোর্টের মাধ্যমে প্রডাক্টটি ক্লায়েন্টের হাতে অক্ষত অবস্থায় পৌছানোর জন্য সঠিক প্যাকেট নির্বাচন বাঞ্চনীয়।
নতুন উদ্দ্যোক্তা অথবা পুরানো উদ্দ্যোক্তা, সবাই প্যাকেজিং নিয়ে বড় রকম এটা সমস্যায় পরেন। বিভিন্ন গিফট আয়টেম, গেজেট আয়টেম সহ অন্যান্য ছোট আয়টেমের জন্য ক্লোজার বক্স হতে পারে আদর্শ সমাধান।
পন্যের মাপ অনুযায়ী দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে যেকোন প্যাকেজিং ফ্যাক্টরী থেকে এই ক্লোজার বক্সগুলো তৈরী করে নেয়া যায়। মাপ অনুযায়ী মডেল তৈরী করার পর ডাইস তৈরীতে একটা ইনিশিয়াল খরচ বহন করতে হবে ক্লোজার বক্সের জন্য। তবে আপনার সাইজ অনুযায়ী ফ্যাক্টরীতে ডাইস থাকলে অতিরিক্ত খরচ প্রয়োজন হয় না।
প্যাকেটের সাইজ ও সংখ্যা, কাগজের ধরন, প্রিন্টের ধরন ও অন্যান্য বেশ কিছু কারনে দামের তারতম্য হতে পারে। কম সংখ্যক বক্স হলে দাম বেশী পরবে। আপনার প্ল্যানিং ক্লিয়ার থকলে এবং বাজেট ও সংরক্ষনের যায়গা থাকলে একসাথে বেশী পরিমানে প্যাকেট তৈরী করে নেওয়াটাই ভালো।
পন্যের ধরন অনুযায়ী কাগজের ধরন ও পুরত্ব নির্ধারন করতে হয়। তবে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রডাক্টটি ডেলিভারীর জন্য নূন্যতম থ্রি-প্লাই করোগেটেড কাগজের প্যাকেট তৈরী করা উচিত। আপনি চাইলে ফাইভ-প্লাই করোগেটেড কাগজের প্যাকেট তৈরী করে নিতে পারেন।
ব্র্যান্ডিং এর জন্য কম সংখ্যক প্যাকেট হলে এক কালার স্ক্রীন প্রিন্ট করা যেতে পারে। ৫০০ বা এর বেশী প্যাকেট হলে রঙ্গীন প্রিন্ট করা সাশ্রয়ী।